অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এনায়েত বাজারে ১৭৯ টি ভবন ভূ-কম্পন ঝুঁকিতে

1
গত বছরের ১৩ এপ্রিল ভূমিকম্পে নগরীর জুবলী রোডে (এনায়েত বাজার) হেলে পড়ে তিনতলা এ ভবনটি।

চট্টগ্রাম মহানগরীর এনায়েত বাজার ওয়ার্ডে ১০৩৫ টি ভবনের মধ্যে প্রায় ১৭৯ টি ভবনই ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বলে মত দিয়েছেন ভুকম্পন বিশেষজ্ঞরা।

সম্প্রতি বেসরকারী সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘চট্টগ্রাম নগরীর ২২ নং এনায়েত বাজার ওর্য়াডের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ভূ-কম্পনজনিত দুর্বলতা মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের প্রধান ও প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম. আলী আশরাফ, পিইঞ্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক অপু দেব। সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাদার্ন-ইউনিভার্সিটির সেমিনারে অংশ নেয়া-গবেষক দল।

গবেষক অপু দেব তাঁর প্রবন্ধে বাংলাদেশকে একটি ভূমিকম্পন প্রবণ দেশ হিবেবে উল্লেখ করেন। কারণ এ দেশের মধ্যে দিয়ে তিনটি মারাত্মক ফাটল অতিক্রম করেছে। তার মধ্যে মায়ানমার-চট্টগ্রাম ফাটলটি চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় চট্টগ্রাম বাংলাদেশের ভূমিকম্পীয় মানচিত্রের জোন-২ তে অবস্থিত। তাই যে কোনো সময় চট্টগ্রামে ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য চট্টগ্রাম শহরে ভবনগুলোর ভূমিকম্পনজনিত দুর্বলতার পরিমাণ নির্ণয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁিড়য়েছে। সেমিনারের বক্তা চট্টগ্রাম নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের ভবনগুলোর উপর পরীক্ষা চালিয়েছেন।

গবেষণায় প্রাপ্ত তথ্যে উল্লিখিত এলাকার ১০৩৫ টি ভবনের মধ্যে প্রায় ১৭৯ টি ভবন প্রাথমিক পরীক্ষায় ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে বলে মত দিয়েছেন। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে আরও বেশি বিশদ পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত দেন গবেষক।

১ টি মন্তব্য
  1. Tasnuva Promee বলেছেন

    179ta building er nam chai..