অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাকলিয়ায় ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার চেষ্টা

5
.

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় এনামুল হক মানিক (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। মানিক ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গুরুতর আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাত তিনটার দিকে অফিস থেকে ফেরার পথে তাকে গুলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, মানিককে ভোরে গুরুতর আহতবস্থায় মেডিকেলে আনা হয়। তাকে ক্যাজুয়্যাল্টি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী  জানান, গভীর রাতে রাজাখালী এলাকায় বন্ধুর বাসায় ভোরের দিকে পায়ে হেটে বাসায় ফেরার পথে রমজান নমে এক সন্ত্রাসী তাকে ডেকে নিয়ে বুকে গুলি করেছে শুনেছি।

পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা এ ব্যাপারে তদন্ত করছি।

আহত মানিকের ভাই আরজু জানান, রাতে বন্ধুর বাড়ী থেকে ফেরার পথে মানিকের পূর্বপরিচিত রমজান নামে এক যুবক তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি পাঠক ডট নিউজকে জানান, ছাত্রলীগ নেতা মানিক স্কুল গুলোতে অতিরিক্ত টাকা আদায়ের বিরোদ্ধে আন্দোলন করেছিল। এছাড়া এলাকার মাদক বিরোধী এবং চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিল।

ধারণা করা হচ্ছে এসব কারণে সন্ত্রাসীরা তাকে টার্গেট করেছে। শুনেছি রমাজান নামে চিহিৃত এব সন্ত্রাসী মালিককে গুলি করে পালিয়ে যায়।

নগর ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন।

৫ মন্তব্য
  1. কে.এম তাইফুল রফিক বলেছেন

    নিউজটা একটু পরিবর্তন হবে।
    অতিরিক্ত ফি এর বিরুদ্ধে অান্দোলন মানিক হবে যেটা ভুলে লিখেছেন রমজান।

  2. Shahed Akboer বলেছেন

    চট্টগ্রাম শহর এখন মঘের মুল্লক এই মৃত্যু উপত্যাকা, সন্ত্রাস চান্দাবাজী মাদক রাজ্য আমাদের শহর নয়। প্রসাসন আছে কিনা আল্লাহ জানে। শুধু বিরোধী দলের মিছিল মিটিং ভাঙ্গার জন্য আছে ১০০%।

  3. Solaiman Mohammad বলেছেন

    নিজ দলীয় লোকের হাতে গুলিবিদ্ধ হয়েছে।আইনশৃঙ্খলার অবনতি হয়নি।

    1. Saiful Islam Shilpi বলেছেন

      তাহলে দুইদিন আগে যে মাদারবাড়ীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে এটা কি আইন শৃঙ্খলার উন্নতি হলো নিশ্চয়..?

    2. Solaiman Mohammad বলেছেন

      Saiful Islam Shilpi আমরা সব জায়গায় উন্নয়ন দেখতে পাচ্ছি।
      দু চারজন লোক মরলে পরিস্থিতির অবনতি বলা যাবে না.
      এতে সরকার মনক্ষুন হতে পারে।