অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রোহিঙ্গাদের মাঝে দেড় কোটি টাকার ঔষধ বিতরন করলো ঔষধ প্রশাসন

1
.

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আর্মি ক্যাম্পে ওষুধ বিতরণ করেছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার দুপুরে ঔষধ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, অধিকাংশ রোহিঙ্গা নানা রোগ ব্যাধিতে আক্রান্ত। সরকার পরিচালিত মেডিক্যাল ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার অত্যাবশ্যকীয় ও জীবন রক্ষাকারী সকল প্রকার ওষুধ সামগ্রী সিভিল সার্জন অফিসে সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে নিগৃত রোহিঙ্গাদের চিকিৎসা সেবা সম্প্রসারণ করার লক্ষ্যে মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওষুধ শিল্প সমিতি সহায়তা দিচ্ছে।

মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, চিড়া ইত্যাদির এক হাজার প্যাকেট খাবার সামগ্রী এবং দেড় মেট্রিকটন চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করতে সেনা বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান খোকন, ফার্মিক ল্যাবরেটরীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা: আহমদ রবিন ইস্পাহানী।

ঔষধ ও ত্রাণ সামগ্রী গুলো ফার্মিক ল্যাবরেটরীজ লিমিটেডের পক্ষ থেকে প্রদান করা হয়। -প্রেসবিজ্ঞপ্তি

 

১ টি মন্তব্য
  1. Hamed Billah বলেছেন

    good