অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডিবি’র এসি রবিউলের বাড়িতে শোকের মাতম

0

 

গুলশানে নিহত রবিউলের বাড়িতে শোকের মাতম
গুলশানে নিহত রবিউলের বাড়িতে শোকাহত এলাকাবাসীর ভিড়।

মানিকগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকার গুলশানের আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করীমের বাড়িতে চলছে শোকের মাতম।

রবিউল করীমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে।

ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন রবিউলের মা করিমন নেছা। মাঝে মধ্যে ছেলের কথা মনে করে অচেতন হয়ে পড়ছেন তিনি। গ্রামের বাড়িতে থাকেন রবিউলের মা আর দাদি।

গুলশানে নিহত পুলিশের এসি রবিউলের বাড়িতে শোকাহত স্বজনদের আহাজারি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে রবিউলের অন্তঃসত্ত্বা স্ত্রী সালমা বেগম (২৯) আসেন স্বামীর বাসায়। রবিউলের সন্তানসম্ভবা স্ত্রী আসার পর এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। রবিউলের পাঁচ বছরের ছেলে সামিও মায়ের বুকফাটা আর্তনাদ চেয়ে চেয়ে দেখছে। বাবা হারানোর মর্ম কথা সামি এখনো বুঝে ওঠেনি। এলাকাবাসীর অতিপরিচিত মানুষ ছিলেন সাহসী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম। রবিউলের অকাল মৃত্যুতে এলাকাবাসীও শোকে বিহবল হয়ে পড়েছেন।

শনিবার ভোর সকাল থেকে রবিউলের বাড়িতে ভিড় করতে শুরু করছেন এলাকাবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষজনের ভিড় বাড়তে থাকে।