অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গুম খুন নির্যাতন নিপীড়নে দেশের মানুষের আজ দিশাহারাঃ জাফরুল ইসলাম

0
.

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

১০ ডিসেম্বর রবিবার বিকালে নগরীর নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বলেছেন নব্য স্বৈরাচারে কবলে পড়ে আজ বাংলাদেশে মানবাধিকার বিপন্ন। প্রতিনিয়ত গুম, খুন, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের মানুষের আজ দিশাহারা। বাংলাদেশে ভোটাধিকার নাই, গণতন্ত্র অনুপস্থিত, মিথ্যা মামলায় জর্জরিত, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা। এসব বন্ধ করে বাংলাদেশে মানবাধিকার ফিরিয়ে আনার জোড় দাবি জানাচ্ছি। মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, মু্ক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া, বিএনপি নেতা নজরুল ইসলাম চৌধুরী, এড. এম নাছির উদ্দিন, শওকত ওসমান, আবুল হোসেন, সাবেক ছাত্রদলের মুহাম্মদ শহীদুল আলম শহীদ, মহিলা দলের জান্নাতুল নাঈম রিকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস ছবুর, যুবদল নেতা আমির হোসেন, এড. মো: দিদারুল আলম, হাফেজ আবদুল করিম প্রমুখ।