অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ধরা পড়েছে বিরল প্রজাতির পেঁচা

0

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডেে বিরল প্রজাতির একটি পেঁচা ধরা পড়েছে। উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় কবির ষ্টীল মিলস সংলগ্ন ফয়জুন অক্সিজেন প্লান্টের বিল্ডিং এর তৃতীয় তলায় দেখা মিলে বিরল প্রজাতির এই পেঁচা।

আজ  সোমবার সকালে কৌশলে মিলের এক কর্মচারী পেঁচাটি ধরতে সক্রম হয়।

মিলে ওই কর্মচারী জানায়, বেশ কিছুদিন ধরে পেঁচটি প্রতিদিন উক্ত বিল্ডিং এ এসে আশ্রয় নেয়। কিন্তু এতোদিন অনেকে সেটা ধরতে গিয়ে ব্যর্থ হয়।

সচারচর পেঁচার চেয়ে দেখতে ব্যাতিক্রম এই পেঁচাটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

মিলের ব্যাবস্থাপক বোরহান উদ্দিন জানালেন পেঁচাটি নিরাপদেই আছে। বন বিভাগ এবং চিড়িয়াখানায় খবর দেয়া হয়েছে। তারা এলে  যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পেঁচাটি হস্তান্তর করা হবে।