অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ধূমপান করেন? এই পানীয়টি পরিষ্কার করবে আপনার ফুসফুস !!

0

“ধূমপানে বিষপান”- বহুল প্রচলিত এই কথাটির সত্যতা নিয়ে কোন মতবিরোধ নেই। আপনি যদি পাঁচ বছরেও বেশি সময় ধরে ধূমপান করেন তবে আপনি অত্যন্ত একবার হলেও ব্রংকাইটিস রোগে ভুগে থাকবেন। ব্রংকাইটিস রোগী ভাল বলতে পারবেন এটি কত ভয়ংকর এবং কষ্টদায়ক একটি রোগ।

এটি শ্বাস প্রশ্বাসে সমস্যা সৃষ্টি করে শক্তি ক্ষয় করে থাকে। ধূমপান আপনার ফুসফুস নষ্ট করে দেয়, বাড়ায় ক্যান্সারের ঝুঁকি। কাশি, ব্রংকাইটিস এইসব তারই লক্ষণ। আপনার পক্ষে ধূমপান ছাড়া অসম্ভব হলে আপনি একটি পানীয়ের মাধ্যমে আপনার ফুসফুসটি সুস্থ রাখতে পারেন। ঘরে তৈরি করে নিতে পারেন এই পানীয়টি।

যা যা লাগবে
১ কিলোগ্রাম পেঁয়াজ

১টি ছোট আদার টুকরো

১ লিটার পানি

৪০০ গ্রাম মধু

২ চা চামচ হলুদ

যেভাবে তৈরি করবেন
১. প্রথমে পানিতে মধু দিয়ে জ্বাল দিন।

২. এবার এতে পেয়াজ কুচি, আদা কুচি, হলুদ গুড়ো দিয়ে নিন।

৩. যখন এটি বলক আসবে চুলা কমিয়ে দিন।

৪. তরলটি ঘন হয়ে অর্ধেক না হওয় পর্যন্ত জ্বাল দিতে থাকুন ।

৫. জ্বালের মাঝে মাঝে নাড়াতে থাকুন ।

৬. ঘন হয়ে গেলে নামিয়ে ফেলুন ।

৭. ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন।

যেভাবে খাবেন
দিনে দুইবার এটি খান। সকালে খালি পেটে দুই টেবিল চামচ এবং সন্ধ্যায় রাতের খাবার খাওয়ার আগে দুই টেবিল চামচ খান। এটি খাওয়ার আধা ঘন্টার মধ্যে কোন কিছু খাবেন না।

ধূমপান ছেড়ে দেওয়া সুস্থ থাকার সবচেয়ে সহজ এবং ভাল উপায়। ধূমপান আপনার শুধু ফুসফুস নয়, সম্পূর্ণ দেহের ক্ষতি করে থাকে। আপনি যদি একান্তই ধূমপান ত্যাগ করতে না পারেন, তবে এই পানীয়টি পান করুন। এটি আপনার ফুসফুস পরিস্কার করে সুস্থ রাখতে সাহায্য করবে।