অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সদরঘাটে পানিতে ডুবে বোনের মৃত্যু, ভাই নিখোঁজ

0
steamer20160629050457
সদরঘাটের ফাইল ছবি।

সদরঘাট লঞ্চ টার্মিনালে ভাই ও বোন পানিতে পড়ে ডুবে গেছে। এরা হলো-সাকিব (৫) ও সুমাইয়া (৩)। সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও সাকিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ পুলিশের সদস্য ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।

তাদের পিতার নাম সুমন ও মাতার নাম সালমা। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নীলফামারিতে।

সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকালে তারা সদরঘাট লঞ্চ টার্মিনালে আসে।লঞ্চ টার্মিনালে প্রচণ্ড ভীড়ের মধ্যে অনেকের সঙ্গে সুমাইয়া ও সাকিব তাদের পিতা মাতার সঙ্গে পল্টুনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটি লঞ্চ পল্টুনটিকে ধাক্কা দেয়। এতে অনেক লোকের সঙ্গে সাকিব ও সুমাইয়াও পড়ে যায়। অন্যরা ওপরে উঠে আসতে সক্ষম হলেও তারা পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ঘটনার নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ’র সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাদের উদ্ধারে অভিযান শুরু করেন। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সুমাইয়ার মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সাকিবের উদ্ধারে তৎপরতা চলছে।