অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বন্দর-পতেঙ্গা ইপিজেডে সপ্তাহব্যাপি সাংস্কৃতিক উৎসবের প্রস্ততি সভা অনুষ্ঠিত

0
.

বন্দর-পতেঙ্গা ইপিজেডস্থ শিল্প-সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন যুব সাহিত্য ফোরামের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা’১৭/২০১৮ আয়োজনের প্রস্ততি সভা আজ ২৫ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উৎসব কমিটির উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন দুলাল’এর’ সভাপতিত্বে এবং আলোর পথের সম্পাদক বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় মানবাধিকার মোঃ কবির হোসেন, আলোর পথের সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান সাহেদ, ক্রাইম ডাইরির সাংবাদিক মোঃ সালাহ উদ্দিন ও আব্দুল লতিফ রানা, আমজাদ হোসেন, শেখ ফরিদ, মহিলা সদস্য নাহিদা আলম, নাহিদা আক্তার, ইসরাত জাহান উর্মি, জুলি বড়ুয়া, মিসেস ময়না আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উৎসব উপলক্ষে কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। কমিটিতে আহবায়ক করা হয়েছে বাবুল হোসেন বাবলা, নউপদেষ্টা সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, এড. বরকত উল্লাহ খান, দেলোয়ার আমিন হারুন, শিক্ষক এস,এম.দিদারুল আলম, আলতাফ হোসেন,আকতার হোসেন, শিক্ষক ওসমান গনি, মোঃ মোরশেদ আলম, মিজানুর রহমান( মিজান), হাজী মোঃ ফরিদুল আলম, মুনসুর আলম, মোসলেহ উদ্দিন বাহার, আল-আমিন,নুর মোঃ মিলন,জনি আলম মুন্না, আরমান হোসেন, টিপু, সাদিয়া আক্তার টুম্পা সহ বিভিন্ন সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

উৎসব কমিটিতে স্থানীয় কাউন্সিলর, মহিলা কাউন্সিলর এবং কলেজের অধ্যক্ষ সম্মানিত উপদেষ্টা সদস্য হিসেবে নাম প্রস্তাব রাখা হয়েছে।

আগামী ৩০ডিসেম্বর বিকেল ৪টায় বিভিন্ন উপ–কমিটির বৈঠক সংগঠনের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা, ছড়া, একক গান, হাম-নাত, গজল, দলীয় দেশাত্ববোধকগান,নৃত্য (উন্মুক্ত),উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্গন, স্কুল বির্তক (গ্রুপ) এবং যেমন খুশি তেমন সাজ, দেশীয় ফ্যাশন শো, সাজ-সজ্জা র‌্যালী। এছাড়া প্রীতী ফুটবল ম্যাচ,ক্রিকেট ম্যাচ এবং আন্তঃ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৩১ডিসেম্বর হতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান/কমিটির নির্ধারিত ঠিকানায় পৃথক পৃথক ফরম ফি দিয়ে( নৃত্য,ফুটবল,ক্রিকেট) ছাড়া সংগ্রহ করা যাবে বলে জানানো হবে।