অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের এক যুগপূর্তি অনুষ্ঠান

0
.

বন্দরনগরী চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের এক যুগ পূর্তি উৎসব। বুধবার সন্ধ্যায় জামাল খানস্থ প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তন সাজানো হয় নতুন সাজে।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরী। এরপর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। এরপর সকল শ্রেনী পেশার মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হয় বৈশাখী পরিবার। ।

শুভ কামনা জানাতে আসেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাস সুমন, আব্দুল কাদের, বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর পরিচালক অঞ্জন শেখর দাস,এনবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নূর, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রইসুল উদ্দিন সৈকত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিনিয়ার সহ সভাপতি আবুল মনসুর, সাংবাদিক চৌধুরী ফরিদ, শহীদুল্লাহ শাহরিয়ার, নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা বিনিময়, আপ্যায়ন সহ নানা আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বৈশাখী টেলিভিশনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। এছাড়া বৈশাখী টেলিভিশনকে দেশের স্বার্থে কাজ করা আহ্বান জানান তিনি।

.

বৈশাখী টেলিভিশন সবসময় চট্টগ্রামের মানুষসহ সারাদেশের জনগণের পাশে থাকবে, এমন আশাবাদ ব্যক্ত করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বৈশাখী টেলিভিশন এগিয়ে যাবে, দেশ ও মানুষের কথা বলবে এমনটাই প্রত্যাশার কথা জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।

গৌরবের এক যুগ পূর্তিতে বৈশাখীর পথচলায় সাথে থাকার জন্য দর্শক, সমালোচক, শুভানুধ্যায়ী , ক্যাবল অপারেটর, শিল্পী সহ সকলে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বৈশাখীর চট্টগ্রাম পরিবার। -প্রেসবিজ্ঞপ্তি