অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফুসফুসের ক্যানসারের লক্ষণ জানেন?

0

সাধারণত ধূমপান, কিছু গ্যাস, পরিবেশদূষণ ইত্যাদি কারণে ফুসফুসে ক্যানসার হয়। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫০তম পর্বে কথা বলেছেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ।

বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ফুসফুসের ক্যানসারের লক্ষণ কী?

উত্তর : ক্যানসারের বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। অল্পতেই আপনি হয়তো হাঁপিয়ে যাচ্ছেন। সর্দি নেই, তবে কাশি হচ্ছে। এটা হয়তো আগে ছিল না, এখন হচ্ছে। প্রতিদিনই হয়তো কাশছেন, বুকে ব্যথা হচ্ছে। সেই ব্যথাটা মাঝে মাঝে চামড়ার মধ্যেও অনুভব করছেন, অথবা পেটের ওপর দিকে ব্যথা হয়। এরপর ঘাড়ে সমস্যা হয়। একধরনের ফুসফুসের ক্যানসার রয়েছে, ওপরের দিকে হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে প্যান্টোসটিমার বলি। এটি কিন্তু স্নায়ুতে চাপ দেয়। তখন দেখা যাচ্ছে এখানে ব্যথা হচ্ছে। এরপর ক্ষুধামান্দ্য হতে পারে। বেশি খেলে কাশির সঙ্গে রক্ত যেতে পারে, ওজন কমতে পারে। এটি যদি বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, তখন এই ছড়ানোর ওপর উপসর্গ দেখা দেবে।