অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক এয়ার মুহাম্মদের ১০ বছরের সকল পাওয়ানা পরিশোধ করুন

0
দৈনিক কর্ণফুলী কার্যালয়।

চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকার সাবেক প্রধান প্রতিবেদক এয়ার মুহাম্মাদকে ১০ বছরের সকল বকেয়া বেতন-ভাত ও অন্যান্য পাওনাদি এক মাসের মধ্যে পরিশোধের জন্য পত্রিকা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোখতার আহমদ দীর্ঘ এক যুগ মামলাটি চলার পর অতিসম্প্রতি এ রায় প্রদান করেন আদালত।

চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতে বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গতঃ ২০০৪ সালে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই কেবল মৌখিক নির্দেশে প্রধান প্রতিবেদক এয়ার মুহাম্মাদকে কাজ থেকে বিরত রাখে দৈনিক কর্ণফুলীর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে এয়ার মুহাম্মাদ বাদী হয়ে বিভাগীয় শ্রম আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতে এয়ার মুহাম্মাদের পক্ষে অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী এবং দৈনিক কণফুলী পত্রিকার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মাদ ইবরাহিম মামলা পরিচালনা করেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এয়ার মুহাম্মাদের পক্ষে মামলাটির সার্বিক তত্ত্বাবধান করে বলে সাংবাদিক এয়ার মুহাম্মদ জানান।