অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে নৌকা ডুবির ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার

0
CTG FATIKCHARI-5
ফটিকছড়ির হালদা নদীতে নিখোঁজদের খোঁজে তল্লাশী চলছে। ইনসেটে উদ্ধার হওয়া বৃদ্ধ নূরুল ইসলাম ও শিশু আদনান।

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে নৌকাডুবির ঘটনার চারজনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধার কাজে নিয়োজিত ডুবরী দল।

শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দুরে নামার ঘাটা এবং কুম্বারপাড়া নামক এলাকায় ভাসমান অবস্থায় ৪ জনের লাশ পাওয়া যায়।

ctg pic-fatikchari-3
হালদা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের বাড়ীতে চলছে শোকের মাতম।

উদ্ধার করা লাশ গুলো হল-নুরুল ইসলাম (৬২) ও রিমন (১৮) রেজভী (১৬) আদনান (৭)।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ির সুন্দরপুর থেকে সোয়াবিল যাওয়ার পথে নাইস্যাগাটা নামক এলাকায় হালদা নদীতে যাত্রীবাহি নৌকা ডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ হন।

নিহত রিমন
হালদায় ডুবে নিহত রিমনের মরদেহ।

ঘটনার পর থেকে আশপাশের এলাকায় নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযান চালিয়ে আসছিলো।

এদিকে চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, যেখানে নৌকা ডুবেছিল তার থেকে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে ৪ টি মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। বাকি নিখোঁজদের খোঁজে নদীতে এখনো তল্লাশী চলছে।