অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঝকঝকে সাদা দাঁত পেতে তেজপাতার ব্যবহার

0
ঝকঝকে সাদা দাঁত পেতে তেজপাতার ব্যবহার

ঝকঝকে সাদা দাঁত পেতে কতো কিছুই না করেছেন। এটা সেটা দামি টুথপেস্ট, নানা রকম জেল, কেমিক্যাল ব্যবহার করে থাকেন। ফলাফল হিসেবে পাওয়া যায় এনামেল ক্ষয়, এবং দাঁতের ক্ষয়। যা আর অন্যকে দেখানো উপযুক্ত থাকেন না। অনেক কিছুই তো ব্যাবহার করলেন। এবার আপনার রান্না ঘরে পরে থাকা একটি তেজপাতা ব্যবহার করে দেখুন। ব্যবহার করার পর নিজেই পার্থক্য বুঝতে পারবেন। আসুন তাহলে জেনে নেই কীভাবে ঝকঝকে সাদা দাঁত পেতে তেজপাতা ব্যবহার করবেন।

কাঁচা বা শুকনো তেজপাতা ৪টি,
কমলা বা লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ),
লবঙ্গ ২/৩ টি নিয়ে নিন।

তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।
কমলা বা লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সাথে মিশিয়ে গুঁড়ো করে নিন।
(ফলের খোসা শুকিয়ে নেয়া জরুরি। কাঁচা অবস্থায় দাঁতের ক্ষতি করবে)
ফলের খোসা মুখে দুর্গন্ধের সমস্যা দূর করবে।
মাড়িতে ব্যথায় কাজ করবে লবঙ্গ।

সব উপকরণ ও সামান্য লবণ একত্রে নিয়ে মিশিয়ে নিন।
এই গুঁড়োটি সামান্য পানির সাথে মিশিয়ে সপ্তাহে ৩ দিন দাঁত মাজুন।

সতর্কতা:
তবে খেয়াল রাখবেন এই মাজন দিয়ে প্রতিদিন দাঁত মাজার প্রয়োজন নেই। এতে দাঁতের ক্ষতি হতে পারে।