অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কর্ণফুলি নদীতে দুইটি তেলবাহি জাহাজের সংর্ঘষ

0
1467364246
দুটি অয়েল ট্যাঙ্কারের সংর্ঘষের ফাইল ছবি।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহি দুটি জাহাজের সংর্ষের ঘটনা ঘটেছে। এতে নদীতে তেল ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় কবলিত জাহাজ দুইটি হলো-মার্কেন্টাইল-১৯ ও ডিজেল বোঝাই ট্যাংকার আরজু।

শনিবার রাতে জাহাজ দুটির সংর্ঘষের পর রবিবার রাতে কোষ্টগার্ডের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। কোষ্টগার্ড দুর্ঘটনায় কবলিত অয়েল ট্যাঙ্কার দুটি আটক করেছে।

কোস্টাগার্ড পূর্ব জোনের কমান্ডার জানান, শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলি নদীর ডাঙ্গার চর এলাকায় মেঘনা অয়েল জেটির পাশে অয়েল ট্যাংকার দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে আরজুর ৪ নম্বর ট্যাংকের পাশে গর্তের সৃষ্টি হয় এবং কর্ণফুলীতে তেল ছড়িয়ে পড়ে। সংঘর্ষে খবর পেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের টহল দল জাহাজ দুটি আটক করে ডাঙার চরে নিয়ে যায়। পরে কোস্টগার্ডের টহল দল ৬০ হাজার লিটার তেল আরেকটি ট্যাংকারে স্থানান্তর করেন।