অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইতিহাসে ২৫ জানুয়ারী

0

  • ১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম।
  • ১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ ও সমাজসেবক অশ্বিনীকুমার দত্তের জন্ম।
  • ১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও নাট্যকার সমারসেট মমের জন্ম।
  • ১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফের জন্ম।
  • ১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।
  • ১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।
  • ১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রুশিয়া থেকে আলাদা হয়ে।
  • ১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয় এই দিনে।
  • ১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কসবাদী নেতা এমএন রায়ের (মানবেন্দ্রনাথ) মৃত্যু।
  • ১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।
  • ১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন
  • ১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু।