অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চকবাজার বিএনপি নেতা আতাউল্লাহ বাবু’র ইন্তেকাল

0
.

চট্টগ্রাম মহানগরীর আওতাধীন চকবাজার থানা বিএনপির সি‌নিয়র সহ-সভাপ‌তি আতাউল্লাহ বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জানুয়ারী) দিবাগত রাত ১১টায় নগরীর বেসরকারী সেভ‌রণ হাসপাতা‌লে চি‌কিৎসারক অবস্থায় তি‌নি মারা যান বলে নিশ্চিত করেছে তাঁর পারিবারিক সুত্র।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তি‌নি স্ত্রী, ২ ছে‌লে, ১ মে‌য়ে সহ অ‌নেক গুণগ্রা‌হি রে‌খে যান।

মরহুম আতাউল্লাহ বাবু চকবাজার থানার চন্দনপুরা মুকবুল হো‌সেন লেইনস্থ মৃতঃ সালামত উল্লাহ’র পঞ্চম পুত্র।

জানাগেছে, মঙ্গলবার দুপুরে আতাউল্লাহ বাবু চট্টগ্রাম থেকে ঢাকায় যাবার পথে বেলা ২টার সময় ফেনীতে চলন্তবাসে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন।

তাঁকে চট্টগ্রামে এনে সেভরণ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে রাত ১১টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আজ বুধবার বাদ আছর মিস‌কিন শাহর মাজার প্রাঙ্গ‌নে মরহু‌মের জানাযা নামাজ শে‌ষে সেখানে তা‌ঁকে দাফন করা হ‌বে।

এদিকে চকবাজার বিএনপি নেতা আতাউল্লাহ বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

এক শোক বার্তায় বিএনপি নেতৃবৃন্দ মরহুম আতাউল্লা বাবুর পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।