অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আদালত ভবনে ফায়ার সার্ভিস: তবে আগুন নেভাতে নয়..!

0
13680444_274561609567039_6249978982086846253_o
দুপুরে আদালত ভবনের ফায়ার সার্ভিসের গাড়ি।

চট্টগ্রামের পরীর পাহাড় খ্যাত আদালত ভবনে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এবং ফায়ারম্যানদের পাইপ নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখে অনেকেই আদালত ভবনে আগুন আগুন লেগেছে মনে করে ভীড় জমায়। কিন্তু উপস্থিত কেউ আগুনের কোন খবর জানতে না পেরে নানা কৌতুহলি হয়ে সাংবাদিক এবং সংবাদপত্র অফিসে ফোন করে জানতে চেয়েছেন। আদালত ভবনে কোন আগুন লাগার ঘটনা ঘটেছে কিনা।

প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা ১২ দিকে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এবং বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি আদালত ভবনে জেলা প্রশাসকের অফিসের সামনে গিয়ে দাড়ায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী লম্বা পাইপ নিয়ে লাল ভবনে উঠে যায়।

কিন্তু আগুনের কোন লক্ষ্যণ দেখতে না পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়।

13698035_274562382900295_5316585092491044646_o
আদালত ভবনের ছাদে পানি সরবরাহে ব্যস্ত ফায়ার কর্মীরা।

খবর নিজে জানাগেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম আদালত ভবনে এলাকায় আসলে কোন আগুন লাগার ঘটনা ঘটেনি। মুলত জেলা প্রশাসকের কার্যালয়ের পানি সংকটের সমাধান করতে ফায়ার সার্ভিস পানি দিতে সেখানে যায়।ভবনের ছাদে বড় বড় ট্যাঙ্কিতে পানি ভরাট করে গাড়ি দুটি ফিরে যায়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে কোর্ট বিল্ডি এলাকায় ফায়ার সার্ভিসের আগ্রবাদ ষ্টেশন থেকে দুটি গাড়ি যায়। আগুনের কোন ঘটনা নয়। মূলত: ডিসির অফিসে পানি সরবরাহ করতে গিয়েছিল। এটি সরকারী কাজ।