অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাবিব-উন-নবী সোহেল গ্রেফতার!

1
.

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে মালিবাগের একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশের একটি দল আটক করে বলে দাবি করেছে পরিবার। তবে এ ব্যাপারে এখনো পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি এ খবর নিশ্চিত করেছেন।

ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে সরকার এ পর্যন্ত প্রায় দেড়শ মামলা দিয়েছে। দীর্ঘ সময় কারাবাসের পর কয়েক মাস আগে তিনি সবগুলো মামলায় জামিন লাভ করেন।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির রাজনৈতিক মামলার রায় ঘোষণা দিন ধার্য আছে। নেতিবাচক (ফরমায়েশি) রায় আসতে পারে এমন আশঙ্কা বিএনপি নেতাকর্মীদের। রায়কে ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি।

সরকারি দলের পক্ষ থেকে ওই দিন আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা না করলেও ঢাকা দক্ষিণ সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন রাজপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যুবলীগও রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছে।

খালেদা জিয়ার রায়কে ঘিরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার চলছে ।

১ টি মন্তব্য
  1. Nurul Kibria বলেছেন

    Ashadul Alam Titu