অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাঞ্চল্যকর হিমু হত্যা মামলার রায় ২৮ জুলাই

0
HimadriMurder
হিমু হত্যার আসামীরা (নীচে)। উপরে নিহত হিমু।

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৮ জুলাই। শনিবার আলোচিত এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেছেন।

দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম মাণিকের আদালতে এ সংক্রান্ত সব ধরণের যুক্তি তর্ক সম্পন্ন হয়েছে বলে জানান আদালত সুত্র।

চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন জানান, হিমু হত্যা মামলায় জামিনে থাকা দুই আসামি শাহ সেলিম টিপু ও শাহাদাৎ হোসাইন সাজুকে আদালতের নিদের্শে কারাগারে পাঠানো হয়েছে। আজ যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত আগামী ২৮ জুলাই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন।

তিনি জানান, চাঞ্চল্যকর এ মামলার আসামিদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি আগে থেকেই কারাগারে আছেন। বাকী দুই আসামি জুনায়েদ আহমেদ রিয়াদ ও জাহিদুল ইসলাম শাওন পলাতক আছেন। এদের মধ্যে রিয়াদ শুরুতে কারাগারে থাকলেও পরে জামিন নিয়ে পলাতক হন। আর শাওন শুরু থেকেই পলাতক রয়েছেন।

উল্লেখ্য মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামের ১০১ নম্বর বাড়ির চারতলা বাড়ির ছাদে স্কুল ছাত্র হিমুকে হিংস্্র বিদেশী কুকুর লেলিয়ে দিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরে ভবনের উপর থেকে ফেলে দেয় এলাকার কতিপয় যুবকরা।

আহত হিমু ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ মে হাসপাতালে মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিল।