অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফ্রিজের আঁশটে গন্ধ দূর করবে ‘কফি’

0

অনেক সময় অপরিষ্কার থাকে বলে, আবার অনেক সময় পরিষ্কার করার পরেও ফ্রিজ থেকে এক ধরণের আঁশটে গন্ধ বেড় হতেই থাকে। মাঝে মাঝে আমরা ফ্রিজে খাবার ঢেকে রাখতে ভুলে যাই। আবার অনেক সময় অনেক দিন ফ্রিজে খাবার থাকলেও এমন গন্ধ বেড় হয়। পরিষ্কার করার পরেও এই গন্ধ যেতে চায় না। কোনো চিন্তা নেই এমন আঁশটে গন্ধ দূর করতে শুধু একটি উপাদানই যথেষ্ট। আর সেটা হচ্ছে কফি।

ছোট একটি বাটিতে করে ফ্রিজের এক কোনে রেখে দিন কিছুটা কফি গুঁড়ো। ফ্রিজের ভেতরের আঁশটে দুর্গন্ধ দূর হয়ে যাবে কয়েক ঘণ্টার মাঝেই।

আপনি চাইলে একটি নেট বা সুতির কাপড়ের মাঝে কফি দিয়ে পেঁচিয়ে রেখে দিতে পারেন, ফ্রিজের মাঝে। এতে আপনার ফ্রিজের জায়গা নষ্ট হবে না।

কফি বিন হলে আরো ভালো হয়। আস্ত বা ক্রেশ করা কফি বিন ফ্রিজে রাখলে এটা ১০ থেকে ১৫ দিনের মতো সুগন্ধি ছড়াবে।

আপনার ফ্রিজের আঁশটে গন্ধ দূর করার জন্য কফি দিয়ে এই টেকনিকটা আপনি ব্যবহার করে দেখতে পারেন। আমি নিশ্চিত এটি আপনার ফ্রিজের গন্ধ দূর করতে ম্যাজিকের মতো কাজ দিবে।