অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩ নং সর্তকতা সংকেত বহাল, ভারী বৃষ্টির সম্ভাবনা

0
75241_1
ফাইল ছবি।

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামের সমুদ্র বন্দরগুলিকে তিন নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েেেছ। এছাড়া নদী বন্দরগুলোকে এক নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো.শাহিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

সহকারী আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম জানান,উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে চট্টগ্রামে নদী বন্দর গুলোকে এক নম্বর এবং সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

গতকাল বিকাল সাড়ে তিনটা থেকে তিন নম্বর সর্তকতা সংকেত এখনো অপরিবর্তিত রয়েছে। আগামী ২৪ ঘন্টা চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কিছু কিছু এলাকায় টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান আহবাওয়া কর্মকর্তা।