অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য ৪ দিনের রিমাণ্ডে

0
2016_07_12_18_29_29_pkijUTcCa5OYT1M8DhVsEvelZEa38v_original
ফাইল ছবি।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। শনিবার  চট্টগ্রামের সিনিয়র ম্যাজিষ্ট্রেট মো.শহীদুল ইসলাম সীতাকুণ্ড থানা পুলিশের রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেন।

রিমাণ্ডে নেয়া আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য হল  আরিফুল মোস্তফা ও তৌহিদুল আলম মানিক ।

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক এইচ এম মশিউর রহমান জানান, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের একটি মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিল পুলিশ।  শুনানি শেষে আদালত চারদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তৌহিদুল আলম মানিক এবং সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে আরিফুল মোস্তফাকে আটক করেছিল পুলিশ।

আটকের পর মানিক ১৪ জুল‍াই চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে আনসরুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ততার দায় স্বীকার করেছিল।  আরিফুল মোস্তফাকে একইদিন কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।