অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছিনতাইয়ের শিকার ফটো সাংবাদিক দিদার

0
.

পেশাগত দায়িত্ব পালন শেষে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম অফিসের ফটো সাংবাদিক দিদারুল আলম ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় ছিনতাইকারিরা ব্যবহ্নত ক্যামেরা (মডেল-ফুজি ফিল্ম, এক্স ই-১,ডিএসএলআর), একটি টু ট্যারাবাইড ক্ষমতা সম্পন্ন কম্পিউটার হার্ড ডিস্ক, অফিসের পরিচয় পত্রসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

গত ১২ ফেব্রুয়ারী গভীর রাতে চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় বাসায় যাওয়া পথে এ ঘটনা ঘটে বলে জানান সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলম।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাছির উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে গতকাল মঙ্গলবার রাতে বলেন, এ ঘটনার বিষয়টি অবহিত হয়েছি। এতে ডিএসএলআর ক্যামেরাসহ প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে সাংবাদিক দিদারুল আলমের ছিনতাইয়ের বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও চট্টগ্রাম ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদসহ সিইউজে নেতৃবৃন্দ।