অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হারিয়ে যাওয়া ফোন গুগল সার্চে যেভাবে খুজে পাবেন

1

অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়েছেন? কিছুতেই খুঁজে পাচ্ছেন না? বাসে, ট্রেনে বা রাস্তায় পড়ে গিয়েছে, অথবা বাড়িতেই কোথায় রেখেছেন, কিছুতেই মনে পড়ছে না কোথায় রেখেছেম। এমন তো আকছারই হয়। এবার আর চিন্তা নেই। দু:শ্চিন্তাগ্রস্থ না হয়ে গুগল এর দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের। হ্যাঁ, গুগল এ সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের হদিশ।

হারিয়ে যাওয়া ফোন গুগল সার্চে যেভাবে খুজে পাবেন

কী ভাবে? দেখে নিন।

১. গুগল সার্চে গিয়ে নিজের জি-মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

২. তারপর গুগল সার্চ-এ লিখুন, হোয়ার ইজ মাই ফোন ( ‘Where is my phone’)।

৩. একটি ম্যাপ আসবে। ম্যাপের উপরে বাঁদিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে।

৪. গুগল আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন।

৫. তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা ৫ মিনিট রিংটোন বাজবে। লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোন লকড হয়ে যাবে।

এরপরেও ফোনটি খুঁজে না পেলে থানায় রিপোর্ট করাই শ্রেয়। মনে রাখবেন, গুগল এর এই সুইবধা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবেন। এবং ফোনের জিপিএস অন থাকতে হবে। আই ফোন বা মাইক্রোসফট ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।

১ টি মন্তব্য
  1. Mohammed Mohtasim Billah বলেছেন

    Ashraful Islam Dolon