অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

এমপির মেয়েকে ইভটিজিং করায় ছাত্রলীগ সভাপতির কারাদণ্ড

0
Shatkhira-thereport24.com-1
ইভটিজিং এর অভিযোগে আশিকুর রহমান (১৮) নামে এ ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা-১ (তলা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে আশিকুর রহমান (১৮) নামে এক ছাত্রলীগ নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত আশিকুর রহমান সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের ইয়ার কমিটির সভাপতি।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ জানান, কলেজের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে এসে অধ্যক্ষের কার্যালয়ে অভিযোগ দেয়। বিষয়টি প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

এদিকে, সংসদ সদস্যের মেয়ে কলেজ শিক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রমৈত্রীর সভাপতি পলাশ দাশকে পিটিয়েছে ছাত্রলীগ।

রবিবার দুপুর ৩টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে তার ওপর এ হামলা চালানো হয়। আহত পলাশ দাশকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ পলাশ দাশের ওপর হামলার ঘটনা স্বীকার করে জানান, আহত পলাশকে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।