অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৬ ফেব্রুয়ারি ছাত্রলীগের উদ্যোগে মহিউদ্দিন চৌধুরী’র স্মরণসভা 

1
.

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র প্রয়াত আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র স্মরণে আগামী ২৬ ফেব্রুয়ারি নগর ছাত্রলীগের উদ্যোগে স্বরণসভা অনুষ্ঠিত হবে।

নগরীর লালদীঘি ময়দানে উক্ত স্মরণসভা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।

এদিকে স্মরণসভা সফল করার লক্ষ্যে সংগঠনের এক জরুরি সভা বিকেলে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় ২৬ ফেব্রুয়ারির স্মরণসভায় ব্যাপক সমাগমের উদ্দেশ্যে বিভিন্ন ওয়ার্ড, থানা, কলেজের প্রতিনিধিদের নির্দেশ প্রদান করা হয়।

স্মরণসভায় আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

মঙ্গলবার অনুষ্ঠিত জরুরি প্রস্তুতি সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি নাঈম রনি, নোমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, উপ-সম্পাদক মিজানুর রহমান মিজান, এম.আর. হৃদয়, মাহমুদুল হাসান রনি, আবু হানিফ রিয়াদ, সহ-সম্পাদক নাদিম উদ্দিন, শেখর দাশ, সাব্বির সাকির, সদস্য মো: সালাউদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, আরাফাত রুবেল, নগর ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, ওমরগনি এমইএস কলেজ নোমান চৌধুরী রাকিন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের ইমরান হোসেন, সিটি কলেজ ছাত্রলীগের সাজ্জাদ হোসেন, সাঈদ ইব্রাহিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমর উদ্দিন, ইউসুফ কবির, মহসিন কলেজ ছাত্রলীগের কাজী নাঈম, মায়মুন উদ্দিন মামুন, হানিফ সুমন, জালালাবাদ ওয়ার্ড সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বাবু, চকবাজার ওয়ার্ড মুজিবুর রহমান রাসেল, ১৭নং ওয়ার্ড তানভীর মেহেদী মাসুদ, রামপুর ওয়ার্ডের আশরাফুল ইসলাম, দক্ষিণ কাট্টলী সাব্বির আহমেদ শামীম প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Tasnuva Promee বলেছেন

    Mora manush niye same kahini r koto :/