অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বিস্ফোরন মামলায় আসলাম চৌধুরীর তিনদিনের রিমাণ্ডে

0
bd309cf2cd237740b555db4d5d519bde-574bda20f0d4e
আসলাম চৌধুরীর ফাইল ছবি।

চট্টগ্রামে ককটেল বিস্ফোরন মামলায় বিএনপি’র কেন্দ্রিয় নেতা আসলাম চৌধুরীকে তিনদিনের রিমাণ্ডে নিয়েছেন পুলিশ। আজ সোমবার মহানগর হাকিম হারুন অর রশিদের আদালত পুলিশের রিমাণ্ডের আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে পুলিশ ২০১৪ সালে সিএমপি’র কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকালে আসলাম চৌধুরীর উপস্থিতিতেই রিমাণ্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান ২০১৪ সালে জামায়াতের ডাকা হরতালের সময় নগরীর সিনেমা প্যালেসের সামনে পিকেটাররা ককটেল বিস্ফোরন ঘটালে এক রিক্সাচালক আহত হন। এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে। মামলাটিতে তাঁর বিরুদ্ধে জামায়াতকে অর্থ সহায়তা দেয়ার অভিযোগ আনা হয়েছে।