অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পাহাড়তলীতে প্রি–পেইড মিটার নিয়ে অনিয়মের অভিযোগ,সাতজনকে আটক

1
ছবিঃ প্রতীকি

পাহাড়তলীতে প্রি–পেইড মিটারের রিচার্জরে টাকা অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ মার্চ) বেলা ১টায় প্রি–পেইড মিটারের রিচার্জরে টাকা অনিয়মের অভিযোগে সাতজনকে পাহাড়তলী বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলীর রুমে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

তবে আটককৃতদের নাম ও পরিচয় জানাযায়নি।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম পাঠক ডট নিউজকে জানান, প্রি–পেইড মিটারের রিচার্জরে টাকা অনিয়মের অভিযোগে সাতজনকে আটক করে পাহাড়তলী বিদ্যুত উন্নয়ন বোর্ড। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

মামলা দায়ের হওয়ার আগ পর্যন্ত আর কিছু বলতে পারছিনা বলে জানান তিনি।

১ টি মন্তব্য
  1. Md Amjad বলেছেন

    সে আগের মিটার কেন বদলাই ছে সেটা যানিনা আবার ডিজিটাল মিটার কেন বদলাইছে তাও যানিনা কারন টাকি এইতো সুরু