অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় অানা হলো ৬টি জেব্রা (ভিডিও)

0
.

চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকাা থেকে আনা ছয়টি জেব্রা। আজ মঙ্গলবার দুপুরে থেকে প্রায় ৪৮ লাখ টাকা ব্যায়ে আনা জেব্রাগুলো উন্মুক্ত ঘোষনা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন।

.

এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক জিল্লর রহমান।

১৯৮৯ সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর এই প্রথম এখানে জেব্রা আনা হলো। প্লেইন প্রজাতির এই জেব্রার মধ্যে চারটি নারী ও দুইটি পুরুষ জেব্রা।

.

চিড়িয়াখানার কিউরেটর রুহুল আমিন জানান, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া থেকে জেব্রাগুলো আনা হয়েছে। এগুলো চিড়িয়াখানার আকর্ষন আরো বাড়াবে বলে জানান তিনি।

.

চট্টগ্রাম চিড়িয়াখানায় দীর্ঘদিন বাঘ ও সিংহ বিহীন থাকার পর ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা খরচ করে আনা হয় এক জোড়া বাঘ। এর তার আগে ৫ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় একটি সিংহী দিয়ে একটি সিংহ আনা হয়।

এসব প্রাণী যোগ হওয়ায় পূর্বের চেয়ে চিড়িয়াখানায় দর্শণার্থীর সংখ্যা বেড়েছে বলে জানান কর্তৃপক্ষ।

https://www.youtube.com/watch?v=yhl7mLKli5M