অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নারী দিবসে অধিকারের মানববন্ধন পালিত

0

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।৮ মার্চ বিকেলে নগরীর শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নারীনেত্রী রোকেয়া সুলতানা।

ইমরান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাওসোর সাধারন সম্পাদক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। এতে বক্তারা নারী দিবসের তাৎপর্য্য তুলে ধরে বলেন, নারীর প্রতি সংহিসতা কখনো মানুষের পরিচয় বহন করেনা, নারী অামার মা-নারী অামার বোন, নারী অামার শ্রদ্ধার বাতি ঘর।

মানববন্ধনে প্রধান অতিথি বলেন নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, নারীর প্রতি সংহিসতা অমানুষের মানুষের পরিচয় বহন করে। তাই সকল নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাই পুরুষের কর্তব্য।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহেরা বেগম, শ্রাবণী বড়ুয়া, রুজি চৌধুরী, হাফেজ আমান উল্লাহ দৌলত, সায়েম উদ্দিন, এমরান এমি, সংগঠক ফরিদুল আলম, এডভোকেট মাসুদুল আলম, শফিউল আলম প্রমূখ।