অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেন্ট্রাল পাবিলক স্কুলের ছাত্র অপহরণ, ৪ কিশোর অপরাধী গ্রেফতার

0
.

চট্টগ্রামে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবীর পরিকল্পনার অভিযোগে ৪ কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক স্কুল পড়ুয়া কিশোরকে অপহরণের পর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করছিলো।

আজ রবিবার দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ স্কুল ও কলেজ পড়ুয়াদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতরা হলো-মুক্তাদির রহমান (১৭) শাকিল (১৮)এ আল কিবরিয়া (১৬) ও শাহিদ আজ-মাঈন (১৯)।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর সেন্ট্রাল পাবিলক স্কুল অ্যান্ড কলেজ এর কদমতলী শাখার ৭ ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান মিসকাতকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে তারা।

অপহৃত মেহেদীর পরিবারের থেকে অভিযোগ পাওয়ার পর উদ্ধার ভোর রাতে তিনজনকে এবং পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাঈনকে দুপুরে মাদারবাড়ি এলাকার তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

পরে মিসকাতকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অপহরণকারীরা মিসকাতকে গলায় ফাঁস দিয়ে হত্যা করতে চেয়েছিল বলে তার পরিবার অভিযোগ করেছে।

মেহেদীর বাবা আব্দুল জলিল জানান, সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কদমতলী ডে কেয়ার স্কুলে মেহেদীর ক্লাস চলত রাত ৮টা পর্যন্ত। শনিবার রাতে স্কুল থেকে বাসায় ফিরতে দেরি হওয়ায় তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন মেহেদীকে অপহরণ করা হয়েছে।