অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আজ শিল্পকলায় প্রদর্শিত হবে “কয়া গ্রামে পালা বদল”

0
.

যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার সাহসিকতার জন্য বাঘা যতীন হিসেবে পরিচিত। ইংরেজদের অবিচার অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন তিনি। তাঁর জন্ম কুষ্টিয়ার কয়াগ্রামে। স্বাধীনতার পর নানা অপশক্তি ও স্বাধীনতা বিরোধী চক্র তার পরিবারের যাবতীয় সম্পত্তি দখল করে নেয়।

এই ঘটনার প্রেক্ষিতে “থিয়েটার জয়বাংলা” নিয়ে এসেছে তাদের দ্বিতীয় প্রযোজনা, “কয়া গ্রামে পালা বদল”।

নাটকটি রচনা করেছেন প্রদীপ দেওয়ানজী এবং নির্দেশনায় সাহিদ এমরান শিসু। আগামী ১২ ই মার্চ, শিল্পকলা আর্ট গ্যালারী ভবনে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে নাটকটি প্রদর্শিত হবে।

নাটকটিতে অভিনয় করেছেন শাহনিম শবনম তন্বি, শেখ সিফাত আহমেদ, আবু ইহসান রাফি, বিষ্ময় বৈদ্য হিমু, সাইদুল ইসলাম মিটন, তাসরিক আনাম পার্থ, জান্নাতুল মাওয়া অন্তু, নাঈম উদ্দীন ফাহিম, সুমা চৌধুরী, ইফতেখার ইমাম।