অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রবিবার জেএমসেন হলে ইস্কনের আন্তর্জাতিক সাফারি ফেস্টিভ্যাল

0
.

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) নন্দনকাননস্থ চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্যালয় শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম কর্তৃক আয়োজিত আমেরিকা, ফ্রান্স, চীন, রাশিয়া, স্পেন, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও ভারতসহ প্রায় অর্ধশতাধিক দেশের ভক্তবৃন্দের উপস্থিতিতে গৌরমন্ডল পরিক্রমা অর্থাৎ বাংলাদেশ সাফারি ফেস্টিভ্যাল কাল রবিবার নগরীর রহমতগঞ্জস্থ জে.এম.সেন হলে অনুষ্ঠিত হবে।

বিশ্বের অর্ধশতাধিক দেশের ভক্তবৃন্দের চট্টগ্রামে শুভাগমন উপলক্ষে বিকাল ৩টায় মঙ্গল সংকীর্তন শোভাযাত্রা নন্দনকানন ডিসি হিল সম্মুখ ভাগ হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রহমতগঞ্জস্থ জে.এম.সেন হলে এসে সমাপ্ত হবে।

বিকাল ৫টা হতে জে.এম.সেন হলে বিদেশী ভক্তদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক ইন্দ্রজাল, ভাগবতীয় আলোচনা সভা, বৈদিক নৃত্যসহ একগুচ্ছ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে মহান আশির্বাদক হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমৎ ভক্তি নৃসিংহ স্বামী মহারাজ (দক্ষিণ আফ্রিকা), শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ (ভারত), শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ (ভারত), শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী (বাংলাদেশ), শ্রীপাদ মারিচী দাস (আর্জেন্টিনা), শ্রীপাদ কৃষ্ণ কিশোর দাস (আমেরিকা), শ্রীমতি মাধুর্য কাদম্বিনী দেবী দাসী (রাশিয়া), শ্রীমতি আদি গোপী দেবী দাসী (স্পেন), শ্রীমতি চিত্র বিলাসিনী দেবী দাসী (হংকং), শ্রীমতি ওজস্বিনী রাধিকা দেবী দাসী (কলম্বিয়া), শ্রীমতি লীলা গোপী দেবী দাসী (চীন), ইস্কন বাংলাদেশ সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান জগৎ গুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, কোষাধ্যক্ষ শ্রীমান জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীমান সুখী সুশীল দাস ব্রহ্মচারী, শ্রীমান পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীসহ বিভিন্ন রাজনীতিক, রাষ্ট্রীয়, মিডিয়া ব্যক্তিত্ব ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। এ ধরণের উৎসব প্রতিবছর নিয়মিত পৃথিবীর বিভিন্ন দেশে আয়োজিত হয়ে থাকে। ইহাতে বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ভাব বিনিময়, সাংস্কৃতিক বিনিময় ছাড়াও বাংলা ভাষার প্রসার ঘটিয়ে থাকেন।