অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যথাযেগ্য মর্যাদায় চট্টগ্রামে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

0

বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বন্দর নগরী চট্টগ্রামে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সরকারি, বেসরকারি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নানা আয়োজনে দিনটি পালন করছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসনসহ নানা শ্রেণি পেশার মানুষ। সোমবার (২৬ মার্চ) ভোর থেকেই শহীদ মিনাওে নামে মানুষের ঢল। এসময় পর থেকে শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এ পুষ্পস্তবক অর্পন করা হয়। দিনের প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান মো. ইলিয়াস হোসেন।

এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, শিল্প পুলিশের এএসপি মো. কামরুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীসহ আরও অনেকে।

জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পনকালে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাশহুদুল কবির, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. মমিনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহানগর আওয়ামী লীগ, বিএনপি যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদলসহ প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছে।