অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজারে ৪ সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক শাহীনের মানহানি মামলা

0
আসামী মাঈনুল হাসান।

কক্সবাজারে অখ্যাত একটি দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। ৩ এপ্রিল কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-৪ এ কলকাতা টিভি ও দৈনিক সংবাদ প্রতিদিন এর কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে বাদি উল্লেখ করেন, কক্সবাজারের সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন দীর্ঘ ১৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। বর্তমানে কলকাতা টিভি ও দৈনিক সংবাদ প্রতিদিন এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং মুক্তিযুদ্ধোর চেতনায় বিশ্বাসী বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নভুক্ত কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য হন।

তিনি আর্জিতে আরো উল্লেখ করেন, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্র কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাঈনুল হাসান পলাশসহ অন্যান্যদের যোগসাজশে একই পত্রিকায় নিজস্ব প্রতিবেদক পদে কর্মরত সাংবাদিক জাহেদ হাসানের বিরুদ্ধে ৩০ মার্চ একটি মানহানিকর সংবাদ প্রচার করে। সংবাদে ওই পত্রিকার নিজস্ব প্রতিবেদক জাহেদ হাসানের ছবির সাথে সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীনের ছবি ও মানহানিকর কথা প্রকাশ করে। ভুঁয়া সংবাদটি প্রচারের পূর্বে সংবাদের বিষয়ে কোন প্রকার বক্তব্য গ্রহণ না করে একপেশে মানহানিকর সংবাদ প্রকাশ ও প্রচার করায় সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীনের এককোটি টাকার মানহানি হয়।

মানহানি করার অভিযোগে, সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন বাদি হয়ে দন্ডবিধি ৫০০/৫০১/৫০২ ও ৩৪ ধারায় ৩ এপ্রিল কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-৪ এ প্রকাশক ও সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামী করা হচ্ছে, দৈনিক সমুদ্র কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাঈনুল হাসান পলাশ ছাড়াও পত্রিকার সহ সম্পাদক স্বপন কান্তি দে, পরিচালনা সম্পাদক মাঈন উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক নুরুল আলম।  মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।  সংবাদ বিজ্ঞপ্তি