অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রকে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির রায়

0
.

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অস্টম শ্রেণীর এক কিশোর শিক্ষাথীকে অপহরণ করে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তিনজনকে ফাঁসির রায় দিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা এ মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন আসামী হলেন- বিজয় ভট্টচার্য, রাজীব রায় রাজু ও আবদুস সালাম বেলাল।

রায়ে প্রমাণিত না হওয়ায় আসামি রেজাউল করিম খোকনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ থেকে ছয় বছর আগে ২০১২ সালে মোহাম্মদ আজম (১৩) এ কিশোরকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে। পরে হত্যা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার রায় ঘোষণাকালে দন্ডিত রাজিব রায়কে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামী জাসিন নিয়ে পলাতক রয়েছে বলে আদালত সুত্র জানায়।

আইনজীবি দেলোয়ার হোসেন জানান, ২০১২ সালের ১৩ অগাস্ট রাঙ্গুনিয়ার রোয়াজার হাট এলাকা থেকে অষ্টম ছাত্র মোহাম্মদ আজমকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে তারা ফোনে তার পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে তারা কিশোর আজমকে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় আজমের মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। এবং পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বছরের ১২ সেপ্টেম্বর রাঙ্গুনিয়ার পোমরায় থেকে আজমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলা চলাকালে ২০১৩ সালের ২৬ মে পুলিশ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আদালত বিচার শুরু করে। মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।