অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নষ্ট ডালের বেসন আর রং দিয়ে মরিচের গুড়া!

1
.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নষ্ট ডালের গুড়ো, রং ও নষ্টা মরিচ গুড়োর সাথে মিশিয়ে মরিচের গুড়ো, নষ্ট হলুদ, ডাল গুড়ো মিশিয়ে হলুদ গুড়ো তৈরি করে তা বিক্রি করে আসছিলেন বোয়ালখালী উপজেলার মধ্যম কধুরখীল এলাকার ব্যবসায়ী মো. আলমগীর (৪৫)। দীর্ঘদিন ধরে ক্রেতাদের প্রতারণা করে আসলেও এবার পুলিশের হাতে আটকা পড়েছে আলমগীর।

সোমবার (৯ এপ্রিল) বিকেলে ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলার মধ্যম কধুরখীলের মরিচ হলুদ গুড়োর কারখানায় থানার পুলিশ অভিযান চালিয়ে আলমগীরকে আটক করেছে। ওই সময় বিপুল পরিমাণ রং, নষ্ট ডাল, ভেজাল মরিচের গুড়ো, হলুদ গুড়ো ও মসলা গুড়ো উদ্ধার করা হয়।

আটককৃত আলমগীর মধ্যম কধুরখীল ৫ নং ওয়ার্ডের জলিল সওদাগরের বাড়ীর মৃত আবুল হোসেন মুন্সির ছেলে। তার বিরুদ্ধে মামলাা চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা।

মরিচ, হলুদ, মসলায় ভেজাল দেয়ার বিষয়টি জানতেন না স্থানীয় অনেকে। পুলিশি অভিযানের ফলে ফাঁস হয়ে যায় আলমগীরের মরিচ গুড়ো কারখানার আসল রহস্য।

১ টি মন্তব্য
  1. Pori Islam বলেছেন

    Saniya Akter