অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়েছে রনি

1
কেন্দ্রে পাঠানো অব্যাহতি পত্র।
চট্টগ্রাম বিজ্ঞান কলেজ এর অধ্যক্ষ ড. জাহিদ ও ইউনি এইড কোচিং সেন্টার এর পরিচালক মোহাম্মদ রাশেদকে চাঁদার দাবীতে মারধরের ঘটনায় বিতর্কিত হয়ে নিজেই সংগঠন থেকে অব্যহতি চেয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
তিনি আজ বৃহস্প্রতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত পত্রে অব্যহতি চেয়েছেন।
অব্যহতি পত্র তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে পোস্ট করেছেন।
তিনি তার লিখিত পত্রে বলেন, একান্ত ব্যাক্তিগত কারনে তিনি সংগঠন থেকে অব্যাহতি নিলেন।
তার অব্যাহতির পর সংগঠনের নিয়ম অনুসারে জৈষ্ঠ্য যুগ্ন সাধারণ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পদককে অনুরোধ করেছেন।