অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল “তথ্যে তথ্যে আগামীর ক্যারিয়ার” নামক কর্মশালা

0
.

চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হলো ‘তথ্যে তথ্যে আগামীর ক্যারিয়ার’ নামক কর্মশালা”। ২০ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে ইউ এস এ আই ডি ও ফানুস আয়োজন করে ‘তথ্যে তথ্যে আগামীর ক্যারিয়ার’ শীর্ষক একটি কর্মশালা।

এই কর্মশালার মধ্য দিয়েই শুরু হলো বিজনেস স্টুডেন্ট সোসাইটির যাত্রা। উক্ত কর্মশালাটি  মূলত ৩টি অংশে পরিচালিত হয়েছে।

প্রথমত, ক্যারিয়ারকির পক্ষ থেকে উদ্বোধনি উপস্থাপনা প্রদান করেন মুনতাসির কবির।

মূলত বর্তমান ক্যারিয়ার জগতে প্রবেশ ও ঠিকে থাকার কৌশলই ছিলো আলোচ্য বিষয়াবস্তু।

২য় পর্বে ছিলো সাইকোমেট্রিক টেস্ট-একটি অনলাইন পরীক্ষা যার উদ্দেশ্য উপস্থিত সকলের ব্যক্তিত্ব যাচাই করা। প্যানেল ডিস্কাশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয় যেখানে সদস্য হিসেবে ছিলেন র‍্যাংক্স এফসি প্রোপার্টিজ লিমিটেডের সি ই ও তানভির শাহরিয়ার।

কর্মশালায় বিএসআরএম এর ট্যালেন্ট অ্যাকুইজিশনের ইন-চার্জ মো.মামুনুর রহমান, র‍্যাংকন ইলেক্ট্রনিক্স লিমিটেডের রিজিওনাল ম্যানেজার ফারাহ সুলতানা শহীদ এবং রিজেন্সি গার্মেন্টস লিমিটেডের ডেপুটি হেড অফ এইচ.আর ডিপার্টমেন্ট মিজানুর রহমান। উপস্থিত ছিলেন।

তারা সমানভাবেই জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন দক্ষতা অর্জনের প্রতি সকলকেই অনুপ্রাণিত করেন।

এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বিএসএস এর এডভাইজার উক্ত বিশ্ববিদ্যালয়ের লেকচারার সায়ীদ হাসান।  অংশগ্রহণ করেন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।