অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোরকা পরতে নিষেধ করায় প্রধান শিক্ষক বরখাস্ত

1
.

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বোরকা পরতে নিষেধ করায় প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতোকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে ম্যানেজিং কমিটির বৈঠকে তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ফেরদৌস ইসলাম জানান, প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতো বিদ্যালয়ে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করেন। এতে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে শনিবার বিকালে নিমগাছী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।  পরে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তাকে দুই মাসের জন্য বরখাস্ত করা হয়।

তিনি আরো জানান, ওই বৈঠকে স্থানীয় এমপি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) সরাফত ইসলাম, তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান, রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির আলী উপস্থিত ছিলেন।

১ টি মন্তব্য
  1. তাজুল ইসলাম বলেছেন

    Headmaster should be suspended permanently for example of others.