অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিজেই তৈরি করুন শেভিং ক্রিম

0

শেভ করতে গিয়ে অনেকেই কী ক্রিম দিয়ে করবেন, তা নিয়ে বিড়ম্বনায় পড়েন। কারণ, ক্রিমের গুণাগুণে মুখের ত্বক রুক্ষ ও খসখসে হয়ে যেতে পারে।

এছাড়া এ ধরনের ক্রিম ব্যবহারের কারণে এলার্জিও হয়ে থাকে। এ ক্ষেত্রে আপনি চাইলে ঘরোয়া উপায়ে তৈরি শেভিং ক্রিম দিয়ে শেভ করতে পারেন। কারণ, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না।

ঘরে বসে সহজ উপায়ে শেভিং ক্রিম তৈরি করার নিয়ম দেয়া হয়েছে। আসুন তাহলে জেনে নেই কীভাবে তৈরি করবেন।

শিয়া বাটার সফট শেভিং ক্রিম-১

উপকরণ:

নারিকেল তেল, দুই টেবিল চামচ

শিয়া বাটার, দুই টেবিল চামচ

বেকিং সোডা, দুই চা চামচ

অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল, দুই টেবিল চামচ

এসেনশিয়াল অয়েল দশ ফোঁটা (ল্যাভেন্ডার)

এসেনশিয়াল অয়েল পাঁচ ফোঁটা (পিপারমেন্ট)

যেভাবে তৈরি করবেন:

প্রথমে একটি প্যানে শিয়া বাটার ও নারিকেল তেল অল্প আঁচে গরম করুন। এবার এতে অলিভ অয়েল, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ও পিপারমেন্ট এসেনশিয়াল অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। এবার ফ্রিজ থেকে বের করে একটি ব্লেন্ডারে এর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন যতক্ষণ না পর্যন্ত নরম হয়। এবার আপনি এই মিশ্রণ শেভিং ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন।

অ্যালোভেরা শেভিং ফোম-২

উপকরণ:

অ্যালোভেরা রস, দুই টেবিল চামচ

গ্লিসারিন, দুই টেবিল চামচ

টি ট্রি এসেনশিয়াল অয়েল, আট ফোঁটা

লবণ এক চা চামচ

লিকুইড সোপ, আধা কাপ

নারিকেল তেল, আধা কাপ

এসেনশিয়াল অয়েল ১০ ফোটা

ভিটামিন ই ক্যাপসুল দুটি

যেভাবে তৈরি করবেন:

প্রথমে একটি প্যানে গরম পানির মধ্যে লবণ মিশিয়ে নিন। এবার এতে সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে নিন। ঘন হয়ে এলে একটি বোতলে ভরে রেখে দিন। যখন শেভ করবেন তখন বোতলে হালকা ঝাঁকি দিয়ে নিন।