অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফার্নিচারের চমক ফেরাতে ব্যবহৃত টি-ব্যাগ

2

চা একটি স্বাস্থ্যকর পানীয়, এটা আমাদের সবার জানা, পরিমিত চা আমাদের দেহ ও মনকে সতেজ করা ছাড়াও আরো অনেক উপকার করে থাকে। মাছ ভাতের মতো চা এখন বাঙালির খাবার তালিকায় ঢুকে গেছে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সঙ্গী থাকে এক কাপ চা। আপনার ঘরে টি-ব্যাগের প্রয়োজনটাও তাই কখনো ফুরিয়ে যাবার নয়।

তবে আরেকটা ব্যাপার জেনে আপনি কিছুটা অবাকই হবেন। জানেন টি-ব্যাগ শুধু চা তৈরিতে নয়, আরো নানাবিধ কারণে আপনার কাজে আসতে পারে। ফার্নিচারের চমক ফেরাতে ব্যবহৃত টি-ব্যাগ ব্যবহার করতে পারেন। তাই কখনোই ব্যবহৃত টি-ব্যাগ ফেলে দিবেন না। আসুন তাহলে জেনে নেই ফার্নিচারের চমক ফেরাতে কীভাবে ব্যবহার করবেন টি-ব্যাগ।

কোনো প্রকার পলিশ ছাড়াই শুধু টি-ব্যাগ দিয়েই আপনি এ চমক ফেরাতে পারবেন। খুবই সহজ কাজ। ঠাণ্ডা পানিতে টি-ব্যাগ ভিজিয়ে রাখুন, এবার এই পানি দিয়ে ফার্নিচারগুলো মুছে নিন। ব্যাস দেখুন কেমন চমকাচ্ছে কাঠের তৈরি ফার্নিচারগুলো।

এ ছাড়াও আপনি টি-ব্যাগ ব্যবহার করতে পারেন

. তৈজসপত্রের দুর্গন্ধ দুর করতে

. বাসন পরিষ্কার করতে

. কাপড়ের উজ্জলতা ফেরাতে

. এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার

. মাউথওয়াশ হিসেবে ব্যবহার

. পা মোলায়েম করতে

. পোকা তাড়াতে

. সার হিসেবে ব্যবহার

. ওভেনের যত্নে

. হাতের দুর্গন্ধ দুর করতে

. গাছের সেরা খাবার হিসেবে

২ মন্তব্য
  1. Arshad M Nobel বলেছেন

    তুই কি পরিক্ষা করে দেখেছিস?

  2. Saiful Islam Shilpi বলেছেন

    না, আমার কি এ সময় আছে..? এটাতো গবেষকদের মতামত, জাস্ট আমরা তুলে ধরলোম।