অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গৃহবধূ সুপর্না শীল হত্যা মামলায় সব আসামীরা বেকসুর খালাস

0
.

চট্টগ্রামে গৃহবধূ সুপর্না শীল হত্যা মামলায় সব আসামীরা বেকসুর খালাস পেয়েছেন। আলামত ও সাক্ষীর অভাবে তাদের দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ মে) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইবুনালের বিচারক বেগম রোখসানা পারভীন এ রায় দেন।

ট্র্যাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শীলপাড়ায় গৃহবধূ সুপর্না শীলকে যৌতুকের জন্য হত্যা করে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকেরা। হত্যার পর তড়িঘড়ি করে সুপর্নার লাশ দাহ করা হয়।

এ ঘটনার পর নিহতের মা রমা শীল বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা (নম্বর ১৪৮/২০১২) দায়ের করেন। মামলায় সুপর্না শীলের স্বামী কৃষ্ণপদ শীল, দেবর পলাশ শীল, শ্বাশুড়ি রেণুবালা শীল এবং ভাসুর সুনীল কান্তি শীলকে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মানবাধিকার কর্মী এড. জিয়া হাবীব আহসান জানান, নিরপেক্ষ সাক্ষ্য দ্বারা মামলাটি প্রমাণিত হওয়ায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রার্থনা করেছিলেন তারা। কিন্তু আদালত আসামিদের বেকসুর খালাস দিয়েছে।

তিনি বলেন, আদালত বলেছেন আলামত (ময়নাতদন্ত প্রতিবেদন) ও চাক্ষুষ সাক্ষীর অভাবে আসামিদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করবে বলে জানান জিয়া হাবীব আহসান।

*আনোয়ারায় গৃহবধু সুপর্ণা হত্যা, ৮ মে রায়