অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভাটিয়ারীতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

4
ফাইল ছবি।

রেল লাইনের পাশে দাড়িয়ে সেলফি তোলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে মোহাম্মদ সাহেদ (১৬) নামে এক কিশোর।  আহত হয়েছে আরো এক কিশোর।

আজ শুক্রবার দুপুরে জেলার সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের লালবেগ এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত সাহেদ কদমরসূল এরাকার আবদুস সাত্তারের ছেলে। আহত কিশোরের নাম মোহাম্মদ হাসান (১৫) একই এলাকার জালাল উদ্দিন আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার পাঠক ডট নিউজকে বলেন, রোজা রেখে দুই বন্ধু জুমার নামাজ পড়ে

পার্শ্ববর্তি রেল লাইনে গিয়ে ট্রেন আসার সময় রেল লােইনের গা ঘেষে মোবাইল ফোন দিয়ে সেলফি তুলছিল। এসময় ট্রেনের ধাক্কায় দুজনই ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।  তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় বিকালে সাহেদের মৃত্যু হয়েছে। হাসান চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

৪ মন্তব্য
  1. Md Kaosar Alam Kaisar বলেছেন

    মর মাগির পুয়া তুর মার হেডার সেলফি তুলেদ্দে

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ভাই নিজেকে সংযত রাখুন, এ ধরণের ব্যবহার করবেন না। আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছেন কেউ জানে না। সেলফিটা মৃত্যুর উসিলা।

    2. Alamgir Noor Chittagong বলেছেন

      Saiful Islam Shilpi ভাই রাইট

    3. Alamgir Noor Chittagong বলেছেন

      মৃত্যু নিয়ে ভাই তোমার ভাষাটা সংযত হওয়া উচিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের ভাষা ব্যবহার শালীনতা বিবর্জিত। আল্লাহ্‌ কখন কার মৃত্যু কিভাবে বরাদ্ধ রেখেছেন তা কারো বলার সাধ্য নাই। মৃত্যু নিয়ে ভাই কঠাক্ষ করোনা। সবাই আমাদের ভাই। মহান আল্লাহ্‌ আমাদের সকলকে হেফাজত করুন, আমীন।