অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্ষুদ্রতম থার্মোমিটার!

0

তাপমাত্রা পরিমাপের সবচেয়ে জনপ্রিয় ডিভাইস হচ্ছে পারদের থার্মোমিটার। তবে এর দিন হয়তো ফুরিয়ে আসছে। কারণ নেদারল্যান্ডসের একদল গবেষক ক্ষুদ্র একটা চিপ আবিস্কার করেছেন যা জানিয়ে দেবে তাপমাত্রা। উদ্ভাবকদের দাবি, ছোট্ট এই চিপটি রেডিও ওয়েভের মাধ্যমে কাজ করবে। এর থাকবে ডিভাইসটির নিজস্ব নেটওয়ার্ক।

চিপাটির আবিষ্কারক নেদারল্যান্ডস ইউনিভার্সিটির গবেষক হাও গাও। তিনি জানান, ডিভাইসটির কোনো তারের প্রয়োজন পড়বে না। থাকবে না ব্যাটারিও। এটি লম্বায় ২ বর্গ মিলিমিটার। ভবিষ্যতে ডিভাইসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি আশাবাদী।