অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গৃহের প্রশান্তির জন্য ইন্টেরিয়রে রাখুন ফেং সুই আর্ট

0

ফেং সুই আর্ট (Feng Shui) এটি একটি চাইনিজ শিল্প। আপনি যদি আপনার জীবনে অভূত পরিবর্তন আনতে চান, তাহলে আপনার ইন্টেরিয়র ডিজাইনে রাখতে পারেন ফেং সুই আর্ট।

প্রাচীন চাইনিজ আর্ট ফেং সুই, ৩ হাজার বছর ধরে সারা বিশ্বে ব্যবহৃত হয়ে আসছে। বলা হয়, ফেং সুইয়ের পদ্ধতিগুলো সৌভাগ্যকে আকর্ষণ করে, সাফল্য, ভালোবাসা ও ইতিবাচক শক্তিকে জীবনে বয়ে আনে।

ফেং সুই তত্ত্ব ঘরের সজ্জায় গুরুত্ব দেয় প্রকৃতিকে। কৃত্রিমতার পরিবর্তে আদিমতাকে সে নিয়ে আসে ঘরের কোনায় কোনায়।

ফেং সুই আর্টে বলা হয় আপনার বাড়ির প্রবেশপথ সবসময় পরিচ্ছন্ন রাখুন। দরজার রঙ এবং পথের সজ্জা হোক এমন যা মানুষকে স্বাগত জানায়। ফল, পাথর, গাছ, মাটিকে প্রাধান্য দিন গৃহসজ্জায়। বাতাস চলাচলকে বন্ধ না করে বরং যত বেশি পারা যায় আলো এবং বাতাস প্রবেশের পথ খোলা রাখুন।

এসব কিছুই আপনার মস্তিষ্কে শান্তি এবং আনন্দের বার্তা দেবে। অবচেতন মন বাড়িতে প্রবেশ করলেই প্রশান্ত অনুভব করবে। বাড়ির প্রতি একটা আকর্ষণ, মায়ার বন্ধন তৈরি হবে আপনার। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, বাড়ি হবে এমন জায়গা যেখানে পাবেন শরীর এবং মনের সর্বোচ্চ আরাম। শুধু আবাসস্থল নয়, বাড়ি হোক আপনার পরম বন্ধু। আর এটা চাইলে গৃহের ইন্টেরিয়রে রাখুন ফেং সুই আর্ট।