অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৫ টাকা কেজি চাল, ৪৫টাকায় চিনি বিক্রি করছে মেট্রোপলিটন চেম্বার

0
.

প্রতি বছরের মতো এবারো রমজানে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সোমবার দুপরে গরিব ও দুস্থ মানুষের জন্য নগরীর অক্সিজেন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। এসময় মেট্রেপলিটন চেম্বারের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিক্রয় কেন্দ্রে চাল কেজি ২৫ টাকা, চিনি কেজি ৪৫ টাকা এবং ভোজ্য তেল প্রতি বোতল ১ লিটার ৮৫ টাকা এবং ২ লিটার ১৭০ টাকা বিক্রি করা হবে।

একজন ব্যক্তি ২ কেজি চিনি, ৫ কেজি চাল এবং ১ লিটার অথবা ২লিটারের এক বোতল সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম পুরো রমজান মাস জুড়ে চলবে।

একইভাবে গেল ১৩ই মে থেকে নগরীর আগ্রাবাদের ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় করছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।