অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দ্বিতীয় রাউন্ডে রহমতগঞ্জের কাছে ধরাশায়ী শেখ রাসেল

0
BPL-News
বিপিএল’র লগো।

জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে রহমত গঞ্জের কাছে ২-০ গোলে ধরাশায়ী হল আসরের অন্যতম টপ ফেভারিট শেখ রাসেল। বৃহস্পতিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় শেখ রাসেলকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে শেখ রাসেল। এর ধারাবাহিকতায় বেশ কয়েকটি গোলের সুযোগও পায় তারা। কিন্তু স্ট্রাইকারের ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি শেখ রাসেলের।

১৮ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বিদেশী ফরোয়ার্ড পাউল এমিলি দ্রুতগতিতে বক্সে ঢুকে রহমতগঞ্জের কয়েকজন ফিফেন্ডারকে কাটিয়ে থ্রু পাস দিলে ডিফেন্ডার মিন্টু শেখের দুর্বল শর্ট কিপার মাসুম তা কর্ণারের বিনিময়ে রক্ষা করেন।

২৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আবারো পাউল এমিলি ফাঁকায় আলমগীর রানাকে বল দিলে তার শর্ট গোলবার ঘেষে বাইরে চলে যায়।
ম্যাচের ৪৬ মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার দিদারুল আলম মধ্যমাঠ থেকে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে শর্ট নিলেও তা দেরি হওয়ায় শেখ রাসেলের গোলকিপার লিটন তা কর্ণারের বিনিময়ে রক্ষা করেন।

পাল্টা আক্রমণে শেখ রাসেলের ফরোয়ার্ড পাউল এ্যামিলি বক্সে থ্রু পাস বাড়ালে বদলী খেলোয়াড় রুম্মন হোসেনের শর্ট কিপার ঠেকিয়ে দেয়। ৭৬ মিনিটে ডানপ্রান্ত থেকে রহমতগঞ্জের ফরোয়ার্ড জোনাপিও’র বাড়ানো বল ডি বক্সের ভিতর থেকে সতীর্থ মিডফিল্ডার মেহবুব হাসান নয়নের দর্শনীয় জোরালো শর্ট ক্রসবার ছুঁয়ে জালে প্রবেশ করলে (১-০) এগিয়ে যায় রহমতগঞ্জ।

শেখ রাসেল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও উল্টো কাউন্টার এ্যাটাকে ম্যাচের ৮৭ মিনিটে কর্ণার থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলি শর্টে রহমতগঞ্জের ডিফেন্ডার আলাউদ্দিন গোল করলে (২-০) শেখ রাসেলের সমতায় আশার শেষ আশাও ভেঙ্গে দেয় রহমতগঞ্জ।