অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চুল টাইট করে বাঁধলে যে ক্ষতি হয়

0

আমরা অনেকেই চুল টাইট করে বেঁধে রাখি এবং মনে করি যে টাইট করে চুল বেঁধে রাখলে চুল এলোমেলো হবে না, চুল ঠিক থাকবে। এমনটা যারা ভাবেন তারা চুলের প্রচুর ক্ষতি করছেন। চুল টাইট করে বাঁধা একটি ভুল পদ্ধতি। কেউ কেউ ভাবেন, চুল টাইট করে বাঁধলে চুল লম্বা হয়, কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল।

টাইট করে চুল বাঁধার কারণে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং পরবর্তীতে চুল পড়া শুরু হয়ে যায়। আফ্রিকান এবং এশিয়ান মেয়েরাই চুল টাইট করে বেঁধে রাখে এবং এজন্য এশিয়ান ও আফ্রিকানদের চুল সহজেই হালকা হয়ে যায়। তাই চুল বাঁধার আগে সতর্ক হোন, আলগা করে চুল বাঁধুন এবং খোঁপার বাঁধনও একটু আলগা করে বাঁধুন।